রাজনগরের কাষ্ঠগড়া গ্রামে প্রাইমারি স্কুলের পাশ থেকে ছয় ফুট লম্বা অজগর উদ্ধার

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরের কাষ্ঠগড়া গ্রামে প্রাইমারি স্কুলের পাশ থেকে প্রায় ছ ফুট লম্বা অজগর উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা । রাজনগরের কাষ্ঠগড়া গ্রামে প্রাইমারি স্কুলের পাশে মঙ্গলবার দুপুরে স্কুলের ছাত্র-ছাত্রীরা টিফিন আওয়ারে খেলছিল। সেসময়ই তাদের চোখে পড়ে ওই বিশাল আকারের অজগরটি। ফলে বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়ে। এরপর বিদ্যালয়ের শিক্ষকরা রাজনগর বনদপ্তরকে খবর দেন। রাজনগর বনদপ্তরের দুই বনকর্মী বিমল মাহাতো, এবং সনাতন মাহাতো সহ আরো দুই কর্মী ওই স্কুলের পাশে গিয়ে সেখান থেকে প্রায় ছয় ফুট লম্বা অজগরটি উদ্ধার করেন। এরপর অজগরটিকে রাজনগর বনদপ্তরের অফিসে নিয়ে আসা হয় এবং সেখানে অজগরটির স্বাস্থ্য পরীক্ষা করার পর লোকালয় থেকে দূরে নিরাপদ আশ্রয়ে পুনর্বাসন দেন বন কর্মীরা।

    কাষ্ঠগড়া প্রাইমারি স্কুলের পাশেই রয়েছে ঘন জঙ্গল। সেখান থেকেই খাবারের খোঁজে সম্ভবতঃ অজগরটি বিদ্যালয়ের কাছাকাছি এসে পড়েছিল বলে অনুমান করা হচ্ছে।