মালদহের হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ৬ জুয়াড়ি, ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হলো

হরিশ্চন্দ্রপুর; ১৪মার্চ: মালদহের হরিশ্চন্দ্রপুরের একটি ইটভাটা থেকে গতকাল গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৬ জুয়াড়ি গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে চার হাজার টাকা নগদ বোর্ড মানি সহ বেশ কয়েকটি মোবাইল ও দুই টি মোটর-সাইকেল উদ্ধার করা হয়েছে। ধৃত ওই ছয় জুয়ারির নাম নাইরুল্ হক, খাবিরুল ইসলাম, আকিল জাবেদ, পীল মোহাম্মদ, মোহাম্মদ নাজমুল হক, তেজ নারায়ন পাশওয়ান। এদের প্রত্যেকের বাড়ি হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার খাড়া গ্রাম এবং তালসুর গ্রামে। তাদের সোমবার চাঁচল মহকুমা আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায় গতকাল গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার একটি ইটভাটা থেকে গভীর রাত্রে হানা দিয়ে এই ৬ জন জুয়াড়ি কে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে নগদ চার টাকার বোর্ড মানি সহ পাঁচ খানা মোবাইল এবং দুইটি মোটর-সাইকেল উদ্ধার করা হয়।

    এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা আই সি সঞ্জয় কুমার দাস জানান আমরা গতকাল গভীর রাত্রে ওই ছয় জন জুয়াড়িকে একটি ইটভাটা থেকে গ্রেপ্তার করি। আজকে আমরা ওই ছয়জনকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে।