|
---|
নিজস্ব সংবাদদাতা :ছয়ে ছয়, আবারো ৮ হাজারি শৃঙ্গ জয় করলো বঙ্গ তনয়া। হাফ ডজন পর্বত শৃঙ্গ জয়ের রেকর্ড স্পর্শ করল পিয়ালী।অসাধ্য সাধন করল চন্দননগরের পিয়ালী বসাক। সমস্ত রকম প্রতিবন্ধকতাকে তুরি মেরে উড়িয়ে দিয়ে মাকালু জয় করলো পিয়ালী। ঘটনার বিষয় জানা গেছে বুধবার সকাল সাতটা থেকে আটটার মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মকালু জয় করেছে পিয়ালী। পিয়ালী সহ সকল অভিযাত্রী সুস্থ ভালো রয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত অন্নপূর্ণা জয়ের পরেই মাকালু জয়ের কথা ছিল পিয়ালীর। তবে বাবার অসুস্থতার কারণে বাড়ি ফেরত আসতে হয় তাকে। গত ২৭ এপ্রিল মাকালু জয়ের পথে রওনা হয় পিয়ালী। বিভিন্ন রকম প্রতিবন্ধকতা , প্রাকৃতিক দুর্যোগ সবকিছুকে হারিয়ে অসাধ্য সাধন বঙ্গ তনয়ার।