ভ্যাকসিন নেওয়ার অসম প্রতিযোগিতা থেকে আবারো শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিশিযাপন সহ 16 ঘণ্টার অপেক্ষা প্রবীনদের

নতুন গতি নিউজ ডেস্ক: তিনদিন বাদে আবারো আজ বিকালে হাসপাতাল গেটে লাগানো হলো আগামিকাল সকাল থেকে 125 জন প্রবীণকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। সাথে সাথেই, হুরমুড়িয়ে মানুষের ভিড়! লাইন হিসেবে কেউ রাখল ইঁট, কেউ বা কাঠের টুকরো কেউবা খবরেরকাগজ, কারোর বা আধার কার্ড, পায়ের চটি লাইনে দিয়ে আপ্রাণ বাঁচার চেষ্টা।

    অনেকেই দাবি তুললেন, হাসপাতাল থেকে একটি করে টোকেন বা স্লিপ দিয়ে দিলে অস্বাস্থ্যকর পরিবেশ এর মধ্যে মশার কামড় খেয়ে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সারা রাত কাটাতে হয় না। সেই মর্মে অবশ্য সুপারেন্টেন্ট ডক্টর তারক বর্মন জানান আমরা সরকারি প্রটোকল মেনে আগামীকাল সকাল থেকে দেওয়া শুরু করব, সেক্ষেত্রে তারা যদি আগে থেকে লাইনে দাঁড়ায় আমাদের কিছু বলার নেই। তবে ভ্যাকসিন ক্রমশ সহজলভ্য হচ্ছে, আগামীতে সকলেই পাবে।

    অনেক দূর দূরান্ত থেকে আগত প্রবীণরা নিজেদের প্রাণ বাঁচাতে নিশিযাপন করতে পিছপা হচ্ছেন না।
    কখনো কখনো নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে, এক জায়গায় জমায়েত হয়ে যাচ্ছেন স্বাস্থ্যবিধি ভুলেই, কখনোবা বিশ্রাম নিচ্ছেন যেখানে কিছুটা আগেই করোনার লালা রস পরীক্ষিত হয়েছে। যদিও তারপরে একবার স্যানিটাইজার করেছেন বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। তবে মশা বা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আগামীকাল সকাল পর্যন্ত কি স্বাস্থ্যকর অবস্থায় থাকবেন ভ্যাকসিন নিতে আসা প্রবীণরা! প্রশ্ন থেকেই যাচ্ছে। সদুত্তর পাওয়া যায়নি হাসপাতালে।