মাটি খুড়তে গিয়ে মিলল বিশাল এক জন্তুর কঙ্কাল, চাঞ্চল্য রাজনগরে

নতুন গতি ,বীরভূম: বীরভূমের রাজনগরের আড়ালি গ্রামে নিকাশি নালার জন্য জেসিবি দিয়ে মাটি খোঁড়ার কাজ চলছিল। সে সময়ই মাটি খুঁড়তে খুঁড়তে বের হয় এক বিশাল আকৃতির অজানা জন্তুর কঙ্কাল। ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । এই কঙ্কাল দেখতে ভিড় জমান আশেপাশের মানুষজন।

    স্থানীয়রা জানিয়েছেন যেসব কঙ্কাল বা হাড় গুলি পাওয়া গেছে সেগুলি কোন বিশাল আকৃতির জন্তুর । এটি গরু-মহিষের নয় বরং হাতির হতে পারে বলে অনেকেই অনুমান করছেন। প্রসঙ্গত উল্লেখ্য প্রায় ১০০ বছর আগে এই গ্রামেরই নবাব পরিবারের এক সদস্য তথা জমিদার মোস্তাক হোসেন খান ওর্ফে মসু বাবুর দুটি হাতি ছিল। সেই হাতিগুলোর মৃত্যুর পর এই এলাকাতেই তাদের সমাধিস্থ করা হয়। উদ্ধার হওয়া কঙ্কালের হাড় গুলি সেই একটি হাতির বা বাইসনেরও হতে পারে বলে অনুমান ওই পরিবারের এক সদস্য খান রাহাত কমর্ ।