সমাধান হলো ২০১৪ সালের নর কঙ্কাল উদ্ধার রহস্য! মৃতেরা ১৮৫৭-র সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করা সেনা

দেবজিৎ মুখার্জি: অবশেষে সমাধান হলো ২০১৪ সালে অজনালার একটি কুয়ো থেকে ১৬০ বছরের পুরনো নর কঙ্কাল উদ্ধারের রহস্য। হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজির জেনেটিক গবেষকরা ডিএনএ বিশ্লেষণ করে জানিয়েছেন মৃতেরা ১৮৫৭-র সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করা ২৬ নং বেঙ্গল ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সেনা।

    জানা গিয়েছে, এই বিষয়ে যৌথভাবে গবেষণা চালায় বীরবল সাহনি ইনস্টিটিউট, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর সেলুলার এন্ড মলিকুলার বায়োলজি। গবেষকরা আরো জানিয়েছেন কঙ্কালগুলি পাঞ্জাবে পাওয়া গেলেও মৃতেরা পাঞ্জাব বা পাকিস্তানের অধিবাসী ছিলেন না, বরং উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা ও পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে তাঁদের ডিএনএ সিকোয়েন্স মিলেছে।