|
---|
আজিজুর রহমান,গলসি : ২০শে মে,গলসি ডিওয়াই এফ আই এর গলসি ২ আঞ্চলিক কমিটির ডাকে গলসি বাজারের পূর্ব বাস স্টান্ডে একটি বিক্ষোভ সভা করা হল। রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির সার্বিক তদন্ত, অভিযুক্ত মন্ত্রীদের উপযুক্ত শাস্তি ও কোলকাতায় অবস্থান রত শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এর দাবী তে ওই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় বলে জানতে পারা গেছে। যেখানে বামফন্টের কর্মী সমর্থকরা প্লাকার্ড হাতে যোগদান করে স্লোগান দেন। ডিওয়াই এফ আই এর গলসি ২ আঞ্চলিক কমিটির সম্পাদক মনসিজ হোসেন জানিয়েছেন, শিক্ষক নিয়োগের সীমাহীন দুর্নীতি ও স্বজনপোষণ এর প্রতিবাদে ওই বিক্ষোভ সভা করেন। তার দাবী, শিক্ষক নিয়োগে বেনিয়ম হওয়ায় আসল শিক্ষকরা বঞ্চিত হয়েছেন। রাজ্যে ২০১৭ সালে আড়াই লক্ষ ছেলে মেয়ে টেটের ফর্ম ফিলাপ করেছিল। ২০২১ সালে তারা পরীক্ষা দিয়েছিল। কিছু ছেলে পাশ করায় রাজ্য সরকার। পাশ করানোর পর রাজ্য সরকার তাদের চাকরি দিতে ব্যর্থ হল। তাদের হাতে যখন নিয়োগপত্র আসছে না তখন থেকে সেই সমস্ত ছেলে মেয়েরা বিধান ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। ছাত্র ছাত্রীদের নাম মেরিট লিস্টে জলজল করছে। এদিকে দেখা যাচ্ছে বেনিয়ম করে নিয়োগ করা হয়েছে। তার প্রতিবাদ জানাতেই তাদের দলীয় কর্মীরা পথে নেমেছেন। রাজ্যের এই সরকার আসার পর শিক্ষক নিয়োগে স্বজন পোষন শুরু হয়েছে। নিয়োগের দুর্নীতির রহস্য যতক্ষণ প্রযন্ত না সমগ্র রহস্য উদঘাটন হচ্ছে ততক্ষণ প্রযন্ত তারা এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবেন। তিনিই এদিনের সভার সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন ডিওয়াই এফ আই এর পূর্ব বর্ধমান জেলা কমিটির সহ সম্পাদক চন্দন সোম ছাড়াও অনেকে।