খেলার মাঝে ধোঁয়া আসায় বন্ধ করা হলো খেলা

শিলিগুড়ি: শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে টান টান উত্তেজনায় সুপার ডিভিশন ফুটবল লিগের খেলা চলছে। খেলোয়াড়দের চোখ ফুটবলের দিকে। কিন্তু আকস্মিক কোথা থেকে ধোঁয়া এসে সবকিছু ঝাপসা দেখছেন খেলোয়াড়রা। তখন শুরু হয় চিৎকার-চেঁচামেচি বাধ্য হয়ে খেলা বন্ধ রাখতে হয়। চিৎকার চেঁচামেচির পরেও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি।

    প্রসঙ্গত শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সামনের একটি রাস্তা মেরামতের কাজ চলছে। অদ্ভুত কান্ড স্টেডিয়াম চত্বরে সেই কারণে চুল্লি জ্বালিয়ে পিচ জাল দেওয়া হচ্ছে। চারিদিকে ধোয়া দেখে মনে হচ্ছে নরককুণ্ড। মহকুমা পরিষদের সচিব কুন্তল গোস্বামী সরকারি আধিকারিকদের এই বিষয়ে জানালে আশ্বাস দেওয়া হয় স্টেডিয়ামে চত্বরে চুল্লিতে পিচ জাল দেওয়ার কাজ বন্ধ করা হবে । ব্যাস এইটুকু পর্যন্তই এরপরে আর ফোনে পাওয়া যায়নি সরকারি আধিকারিকদের।

    প্রসঙ্গত কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এর সামনের একটি রাস্তা মেরামতের কাজ চলছে। এই রাস্তা মেরামতের কাজে দায়িত্ব নিয়েছে একটি ঠিকাদারি সংস্থা। কিন্তু অদ্ভুত ব্যাপার স্টেডিয়ামে চত্বরে তারা চুল্লি বানিয়ে পিচ জাল দেওয়ার কাজ করছে। স্টেডিয়ামের নিজস্ব কাজ হলে অন্য বিষয়, কিন্তু সেটা তো নয়।

    কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এর অবস্থা খুব একটা ভালো নয়। পিলার গুলিতে ফাটল দেখা দিয়েছে, কিছুদিন আগে সরকার স্টেডিয়ামটিকে অধিগ্রহণ করে । ক্রীড়াপ্রেমীদের এটাই বিশ্বাস হয়তো এবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামর মেরামতির কাজ শুরু হবে।

    এরকম অদ্ভুত কারণে সুপার ডিভিশন ফুটবল লিগের খেলা বন্ধ হয়ে যাওয়া ক্রীড়াপ্রেমীদের কাছে যথেষ্ট হতাশাজনক। অনেকেই মনে করছেন এ কারণে বাণিজ্যিক ক্ষতিও হতে পারে।