|
---|
ভারত বাংলাদেশ সীমান্ত জলঙ্গীর ফরাজি পাড়া বি ও পি সীমান্ত থেকে ইলিশ মাছ সহ ছোটো নৌকা আটক করলেন বিএসএফ
নতুন গতি প্রতিবেদক : বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে পদ্মা নদীর তীরে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে ১৯০ কেজি ইলিশ মাছ এবং ২ টি ডুঙ্গি (ছোট নৌকা) আটক করেন কর্মরত বিএসএফ জওয়ান।পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফের সীমান্ত চৌকি ফারজি পাড়া, ১৪১ নং ব্যাটালিয়ন বাংলাদেশ থেকে পদ্মা নদীর মাধ্যমে পাচার করা ১৯০ কেজি ইলিশ মাছ আটক করেছে। বুধবার রাত্রিতে, ডি আই বি গোয়েন্দা বিভাগের কাছ থেকে তথ্য পেয়ে সীমান্ত ফাঁড়ি চোরভদ্রার কোম্পানির কমান্ডার এবং পদ্মা নদীর তীরে অবস্থিত একটি বিশেষ দল, সীমান্ত ফাঁড়ি ফারজিপাদার অঞ্চলে প্রায় ৩৫০০ মিটার দূরে অবস্থিত, ভারতের এরিয়ায়র পক্ষে ছোট ছোট নৌকা নিয়ে চলতে দেখেন এবং তাদের কাজের দিকে নজর রাখছিল এবং যখন তাদের সন্দেহ হয় তখন বিএসএফ জওয়ানেরা আটক করেন। পদ্মা নদীর তলদেশে লুকিয়ে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা মাছের বাজা / – মূল্যবান ১৯০ কেজি। আটক করা মাছ যথাযথ দলিল সহ জলঙ্গীতে কাস্টম অফিসে জমা করা হয়েছে।