|
---|
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমা যাঁরা দেখেছেন তাঁদের নিশ্চয়ই মনে রয়েছে কীভাবে দুধের ট্যাংকারে চন্দনকাঠ ভরে পাচার করা হত। বাস্তবেও এবার খানিকটা একই ছবি দেখা গেল জলপাইগুড়িতে। তবে এক্ষেত্রে চন্দনকাঠের বদলে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। আর দুধের ট্যাংকারের পরিবর্তে ছিল তেলের ট্যাংকার। যদিও গাঁজা পাচারের সেই ছক ভেস্তে দিয়েছে জলপাইগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। পুলিশ জানিয়েছে, গাঁজা পাচারের অভিযোগে ট্যাংকারের চালক এবং সহকারী চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম বিজয়শংকর চৌধুরী এবং জিতেন্দ্র ওঝা। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন বিবেকানন্দপল্লির ৩১ডি জাতীয় সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুজনই হাওড়া জেলার বাসিন্দা। প্রায় ৩২০ কেজি গাঁজা ও পাচারে ব্যবহৃত ট্যাংকার বাজেয়াপ্ত করেছে পুলিশ।
জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, পাচারকারীরা পুলিশের নজর এড়াতে তেলের ট্যাংকারের ভেতরে গোপন জায়গায় লুকিয়ে গাঁজার প্যাকেট নিয়ে যাচ্ছিল। স্পেশাল অপারেশন গ্রুপ দুজনকে গ্রেপ্তার করেছে।