|
---|
তানবির কাজি, নতুন গতি নিউজডেস্ক : স্নেহা ভট্টাচার্যের কণ্ঠে নতুন রূপে “সব লোকে কয়” লোকসংগীত এক অন্যমাত্রা যোগ করেছে। সঙ্গ দিয়েছেন সুরাজ নাগ। গতকাল মুক্তি পেয়েছে স্নেহা ভট্টাচার্যের নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটিতে অতিরিক্ত লিরিক্স লিখেছেন বরুণ চতুর্বেদি। “বিলা বয় এন্টারটেইনমেন্ট” -এর প্রযোজনায় চিত্রগ্রহণের দায়িত্ব সামলেছেন রোহান কুমার পাল।
বিভিন্ন মাধ্যমে গানটির ভালো রেসপন্স পেয়ে টিমের সকলে খুশি। প্রসঙ্গত, স্নেহা ভট্টাচার্য বলেন, আমরা চেষ্টা করেছি একটু আলাদা করার, যেন শ্রোতারা অন্যরকম স্বাদ গ্রহণ করতে পারে। নতুন রূপে নতুন ভাবে।