মে মাসেও তুষারপাত সিকিমে

নিজস্ব সংবাদদাতা :মে মাস, ভরা গ্রীষ্মকাল। তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে এটাই স্বাভাবিক। তবে কিছুটা স্বাভাবিকভাবে সিকিমের তুষারপাতের ঘটনা ঘটেছে। গত রবিবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঝড় বিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় সিকিমে। একই সঙ্গে নাথুলা ও ছাঙ্গুতে তুষারপাতের ঘটনা ঘটে। স্বাভাবিকভাবে ভরা মরসুম চলছে, পর্যটকদের আনাগোনা বেড়েছে সিকিমে। প্রচুর পর্যটক এই তুষারপাত দেখার সাক্ষী থাকতে পেরেছেন। তুষারপাতার ঘটনায় সিকিমে পর্যটকদের আনাগোনা আরো বেড়ে গেছে। অনেকে উৎসাহিত হয়ে তুষারের দৃশ্য দেখবার জন্য সিকিম পাড়ি দিয়েছেন। হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট এর সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানিয়েছেন, তুষারপাতের ঘটনা পর্যটন ব্যবসার পক্ষে অত্যন্ত ভালো। তবে মে মাসে তুষারপাতের ঘটনা ঘটেছে এমন আগে শোনা যায়নি।