সাহারা মরুভূমির বেশ কিছু অংশে তুষারপাত

নতুন গতি নিউজ ডেস্ক: পৃথিবীর সবচেয়ে উষ্ণতম ও সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমির নাম সকলের জানা। আফ্রিকা মহাদেশের এই মরুভুমি গোটা বিশ্বের কাছে পরিচিত। এই মরুভূমিতে মরুদ্যানের থেকে মরীচিকার পরিমাণ অনেক বেশি। এই মরুভূমির সীমান্তবর্তী এলাকায় যারা থাকেন তাদের দৈনন্দিন জীবন খুব কষ্টের। প্রচন্ড গরমের কারণে তাদের দৈনন্দিন জীবন খুব কষ্টের। অনেক অভিযাত্রী চেষ্টা করেছিলেন পায়ে হেঁটে এই মরুভূমি পাড়ি দেবেন। সেই ইচ্ছে তাদের পূরণ হয়নি প্রচন্ড গরমের কারণে মাঝপথেই তাদের মৃত্যু বরণ করতে হয়েছে।

    সাহারা মরুভূমিতে তুষারপাত কল্পনা ছাড়া কিছু নয়। যদিও দিনের থেকে রাতের বেলা তাপমাত্রা অনেকটাই কম থাকে। এই বছর এই সাহারা মরুভূমিতে ঘটে গিয়েছে বিরল ঘটনা। সাহারা মরুভূমির বেশ কিছু অংশে তুষারপাত হয়েছে। প্রকৃতি আবার প্রমাণ করে দিয়েছে প্রকৃতি চাইলে সব কিছুই করতে পারে।