|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: এখন লকডাউন নেই বললেই চলে যদিও আনলক চলছে, তবে এখনো ট্রেন চলাচল স্বাভাবিক ভাবে চালু হয়নি যদিও এর মধ্যেই দুঃসংবাদ বয়ে নিয়ে আসছে ভারতীয় রেল যাত্রীদের জানানো হয়েছে ভাড়া বাড়তে চলেছে রেলের কেন্দ্রীয় মন্ত্রিসভায় এমনটি সিদ্ধান্ত নিতে চলেছেন বলে সূত্রের খবর, ইউজার ডেভেলপমেন্ট ফি বা ইউ ডি এফ এর নামে বাড়তে চলেছে ভাড়া।
এক সূত্রে জানা যায় যে আগামী অক্টোবর মাসেই বর্ধিত রেলের ভাড়া নির্দিষ্ট করতে বৈঠকে বসতে চলেছে মন্ত্রিসভায় যাত্রীরা যারা নিয়মিত যাতায়াত করেন এই খবর তাদের কাছে বাড়তি বোঝা বলেই মনে করা হচ্ছে।
স্লিপার ক্লাসের যাত্রীদের সর্বনিম্ন ভাড়া দিতে হবে,এসি ১ টিকিট প্রতি ৩৫ টাকা থেকে ৪০ টাকা ভাড়া বাড়বে, এসি ২ টিকিট প্রতিভারা বাড়বে ৩০ টাকা, এসি ৩ প্রতি টিকিট ২৫ থেকে ৩০ টাকা ভাড়া বাড়বে। স্লিপার ক্লাস ১০ টাকা ভাড়া পারবে।
ভাড়া বৃদ্ধি নিয়ে একটি জল্পনা চলছিল ২০২৩ সালের এপ্রিল মাস থেকে প্রাইভেট সংস্থার হাত ধরে ট্রেন ছুটবে বলে জানানো হয়েছিল।মূলত কেন্দ্র সরকারের একের পর এক খামখেয়ালি সিদ্ধান্ত জন্য জনসাধারণকে ভর্তি হচ্ছেন।