|
---|
এম.এ. সাত্তার, ভাঙ্গড় : ২৬, এপ্রিল ২০২৫। এতদঞ্চলের ঐতিহ্যবাহী হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসায় প্রধান শিক্ষকের শূন্য পদকে কেন্দ্র করে সাম্প্রতিককালে ঘটমান উদ্ভূত পরিস্থিতিতে সব জল্পনার অবসান ঘটিয়ে গত ২৫ এপ্রিল,২০২৫ প্রধান শিক্ষক হিসেবে কাজে যোগদান করেন মো: রবিউল ইসলাম খান।
উল্লেখ্য সম্প্রতি হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসায় প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়ায়,গাফিলতির অজুহাতে এক অপ্রীতিকর ,অকল্পনীয়, অনাঙ্খিত,অস্বাস্থ্যকর ঘটনা ঘটে। যার ফলশ্রুতিতে অভিযুক্ত ভারপ্রাপ্ত শিক্ষক বাবুলা সরদার কে মাদ্রাসা বোর্ড জনস্বার্থে ছাত্র-ছাত্রীদের কথা ভেবে উক্ত পদ থেকে অপসারণ এর আদেশ দেন এবং পানিশমেন্ট ট্রান্সফারের আদেশনামা ডি. এম .ই .এর পক্ষ থেকে জারি করা হয়। হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার সুনাম পুনরুদ্ধার ও অক্ষুন্ন রাখার স্বার্থে প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম খান উক্ত পদে যোগদান করায় ছাত্র-ছাত্রী ,শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার সচেতন অভিভাবক ও আপামর মানুষজন খুশিতে বাগে বাগ। ফুল, মিষ্টি ও কলম দিয়ে নবাগত প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান কে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার পক্ষ থেকে তাঁকে বরণ করে নেওয়া হয়। তিনি শিক্ষকতা জীবন ২০০৮ সালে সাতুলিয়া ইসলামিয়া সিনিয়ার মাদ্রাসায় (ফাজিল)সহশিক্ষক হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীকালে উক্ত মাদ্রাসাতেই যোগ্যতা বলে এ. এইচ .এম .হিসেবে সুনামের সাথে কাজ করার পর ২০২১ সালে মেদিনীপুর জেলার গুমগড় হাই মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে কাজে যোগ দেন। সেখানেও তিনি দক্ষতা ও সুনামের সাথে ছাত্রছাত্রী ও মাদ্রাসা দরদী প্রধান শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি অভ্যর্থনা অনুষ্ঠানের শেষ পর্বে তাঁর অনুভূতির কথা ব্যক্ত পূর্বক বলেন আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিকতার সাথে ছাত্র-ছাত্রীদের সামগ্রিক মানোন্নয়নে নিরলস প্রচেষ্টা করব ইনশাল্লাহ। তিনি রাত দিন মাদ্রাসার উন্নয়নে নিজেকে উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি পূর্বক শিক্ষক-শিক্ষিকাদের উক্ত কাজে উদ্বুদ্ধ করেন। সকল শিক্ষক-শিক্ষিকারাও তাঁকে উক্ত কাজে সহায়তার আশ্বাস পূর্বক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক-শিক্ষিকারা বলেন-সফলতার মূলমন্ত্র হলো- মাদ্রাসার সামগ্রিক মান উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি কাজে আমাদের একাগ্রতা ,নিষ্ঠা, স্বচ্ছতা, সমতা ও নিরপেক্ষতা বজায় রেখে উদ্যমী মনে এগিয়ে চলা দরকার।