সবুজ বার্তার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন সাগরদিঘীতে

নিজস্ব সংবাদদাতা : দেখতে দেখতে কেটে গেল সাগরদিঘী থেকে প্রকাশিত সবুজ বার্তা পত্রিকার চারটি বছর, শুক্রবার সন্ধ্যায় কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের সত্যচন্দ্র অডিটোরিমে অনুষ্ঠিত হলো সবুজ বার্তার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন সেই সঙ্গে সবুজ বার্তার চতুর্থ বর্ষপূর্তি সংখ্যার প্রচ্ছদ উন্মোচন হয়। এদিনের অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বিশিষ্ট প্রাবন্ধিক মজিবুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘী এসএন উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানা ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায়, মনিগ্রাম টার্গেট মিশনের কর্ণধার সালাউদ্দিন সেখ, বিশিষ্ট অভিনেতা রবিন দত্ত, প্রাক্তন শিক্ষক সচিন পাল, সোমনাথ কর, আব্দুস সালাম, মনিরুজ্জামান প্রমুখ।

    বিশিষ্ট সঙ্গীতশিল্পী জয় কুমার ধারার উদ্বোধনের সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিনের অনুষ্ঠান, সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ জানান ৬ সেপ্টেম্বর ২০২০ সালে করোনা মহামারীর সময় সবুজ বার্তার পথচলা শুরু হয়, দেখতে দেখতে চারটি বছর পার করে পঞ্চম বছরে পদার্পণ করল সবুজ বার্তা, বিভিন্ন খবরের পাশাপাশি সবুজ বার্তা মধ্য দিয়ে শিক্ষা, সাহিত্য, এবং সমাজ সেবামূলক কাজ করে থাকি।
    এদিনের চতুর্থ বর্ষপূর্তি উদযাপনে ১৫ জন কবি, তিন টি স্বেচ্ছাসেবী সংগঠন ও ১৫ জন সাংবাদিকদের হাতে সবুজ বার্তার বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। প্রাবন্ধিক মজিবুর রহমান জানান সবুজ বার্তা পত্রিকা গত চার বছর থেকে যেভাবে প্রকাশ হয়ে আসছে সেটা আমাদের কাছে একটা গর্বের বিষয় কারণ সাগরদিঘীতে এর আগে কোন পত্রিকার ব্যানারে সাহিত্যের মহোৎসব,বর্ষপূর্তি উদযাপন দেখা যায়নি, অল্পদিনের মধ্যে সবুজ বার্তা খুব দ্রুত গতিতে রাজ্য তথা গোটা দেশ এমনকি বিদেশেও পৌঁছে গিয়েছে সবুজ বার্তার খবর আগামীতে আরও বৃহত্তর জায়গায় পৌঁছাক এই আসা রাখছি। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন শিক্ষক মুর্শিদ সারওয়ার জাহান।