|
---|
আঞ্জুম মুনির ও নবাব মল্লিক, মালদা: সমাজ সম্প্রীতির ভাবনা নিয়ে মালদার কালিয়াচকে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করল নতুন গতির নিউজ পোর্টালের একঝাঁক তরুণ সাংবাদিক। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর। আলোচনা সভাতে অংশ নিয়ে বর্তমান সমাজের পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করেন তিনি। এছাড়াও এই অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি সকলের উদ্যেশে তিনি নতুন গতি পত্রিকার ডেইলি নিউজ পেপারে রূপান্তরিত হওয়ার কথা ঘোষণা করেন। কালিয়াচকের নজরুল ভবনের এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন নওয়াজ শরীফ ও মোহ ইসমাইল। সমাজ সম্প্রীতির এই আলোচনা সভায় শতাধিক ব্যক্তি অংশ নিয়েছিলেন। বিশেষ অতিথি হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন, বিধায়িকা মোথাবাড়ি, মালদা, ডা মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান মালদা তৃণমূল কংগ্রেস। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে মালদার মোথাবাড়ির বিধায়িকা নতুন গতির নতুন পথ চলাকে শুভেচ্ছা জানিয়ে, দূর্বলের হয়ে কলম ধরার আহ্বান জানান তিনি।