by নতুন গতি
|
---|
নূর আহমেদ, মেমারি : ১৩ ই নভেম্বর শুক্রবার রাত আটটা নাগাদ ফেসবুক পোস্টে দেখা যায় একটি নির্দিষ্ট সম্প্রদায় কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য। স্বাভাবিকভাবে এই পোস্ট দেখার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র মেমারি এলাকায়।
ওই সম্প্রদায়ের মানুষের অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ অভিযুক্ত ওই যুবক রাজীব পরামানিক কে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত ওই যুবকের নাম রাজীব প্রামানিক বাড়ি মেমারি পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সম্প্রদায়ের মানুষের অভিযোগ এ ধরনের মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে মানুষের মানুষের যেকোনো মুহূর্তে বিবাদ ছড়িয়ে পড়তে পারে। তারা আরো দাবি করেন অভিযুক্ত রাজিব পরামানিক বিজেপির একজন সক্রিয় কর্মী।
অবিলম্বে অভিযুক্ত ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সন্ধ্যায় মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয় এরপর মেমারি থানার পুলিশ অভিযুক্ত ওই যুবককে ৬নম্বর ওয়ার্ডের তার বাড়ি থেকে গ্রেফতার করে।
ধৃতকে শনিবার বর্ধমান আদালতে তোলা হলে আগামি ১৬ই নভেম্বর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়।