|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, রাজনগর: বীরভূমের রাজনগর ডাকবাংলোয় আজ শনিবার সম্প্রীতির ফুটবল ম্যাচের আয়োজন করা হয়৷ রাজনগর উৎসাহী যুবক কমিটির পরিচালনায় এই আয়োজন৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজনদের পাশাপাশি অগণিত ক্রীড়াপ্রেমী মানুষ তথা দর্শকবৃন্দ৷ এলাকার ও বহিরাগত মিলিয়ে ৮টি ফুটবল টীম এতে অংশ গ্রহণ করে৷
উদ্যোক্তা ও আয়োজকদের তরফে কৌশর , কাশ্মীর সেখ, মৌলানা জাফর, আমজাদ ও তৌফিলরা জানান, প্রতি বছরের মতো এবছরও স্বাধীনতা দিবস ও রাখী বন্ধনকে সামনে রেখে শান্তি, সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এই উদ্যোগ৷ উপস্থিত ছিলেন বিশিষ্টদের মধ্যে মৌলানা সামসুল হক, মৌলানা জাফর আলি, সজল গরাঁই, সেখ মফিজ আলি, প্রাণতোষ ওঝা, কাজী ফিরোজ, তফেজুল খান, বিকাশ নন্দন, সেখ আলি, কাসেম আলী, কাজী দোয়েল , রানাপ্রতাপ রায়, পরিমল সাহা, গাফ্ফার খান, সেখ কাবুল, রমেশ ব্যানার্জী প্রমুখ৷ বিভিন্ন গ্রাম থেকে আগত ও বহিরাগত একাধিক দল এতে অংশ নেয়৷ সকাল থেকে কয়েক ঘন্টা ঘোষনা ও সভা সঞ্চালনার দায়িত্ব এই প্রতিবেদককে দেওয়া হয়৷ খেলা পরিচালনার ক্ষেত্রে রেফারিদের মধ্যে সেখ মাসুদ , সেখ সরিদ, কাজী নাজিমরা যথেষ্ট দক্ষতার পরিচয় দেন৷ খেলা শেষে আজ সন্ধ্যায় বিশেষ স্থানাধিকারী দলকে ও কৃতী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়৷ ফাইনালে আদমপুর যুব সংঘকে হারিয়ে পান্ডীয়া একাদশ জয়লাভ করে৷ এমন শুভ প্রয়াসকে সাধুবাদ জানান এলাকার ক্রীড়াপ্রেমী মানুষেরা৷