|
---|
করোনা ভাইরাসের সচেতনতায় গ্রাম্য যুবদলের প্রচার বীরভূমের নাকড়াকোন্দা গ্রামে
সেখ রিয়াজউদ্দিন,নতুন গতি, বীরভূম: “আমরা শক্তি, আমরা বল- আমরা যুবদল”- হ্যাঁ,করোনা ভাইরাসের মোকাবেলা তথা জন সচেতনতায় সরকারি নির্দেশ মোতাবেক প্রশাসনের পাশাপাশি এগিয়ে আসছে গ্রাম্য যুবকের দল, যাহা লকডাউন সফলতার লক্ষ্যে কাজ অনেকটা সহজ হবে বলে ধারণা স্থানীয়দের। এমনি এক চিত্র দেখা গেল বীরভূম জেলার খয়রশোল ব্লকের নাকড়াকোন্দা গ্রামের যুবক বৃন্দের মধ্যে। লকডাউন মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, মুখে মাস্ক ব্যবহার করুন, প্রশাসন কে সহযোগিতা করুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন ইত্যাদি শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে মাইকিং নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে,ও মুখে মাস্ক ব্যবহার করে পদযাত্রার আয়োজন করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে কাঞ্চন কুমার দে জানান বহিরাগতদের গ্রামে আনাগোনা কমাতে গ্রাম্য রাস্তায় ব্যারিকেড দিয়ে যুবদলের সদস্যদের রুটিন মাফিক পাহারা দেবার আলোচনা চলছে,নিজ নিজ গ্রামের জনগণ কে সজাগ, সচেতন ও সুস্থ রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা হবে। সর্বপরি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে করোনা মুক্ত সমাজ গঠনে যুবদলের চিন্তা ভাবনা কে কাজে লাগানো।