|
---|
সেক আতিউল্লা (সম্রাট), চন্ডিপুর , পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার মেছেদাতে দূর্গা পূজাকে কেন্দ্র করে মুক্তধারা নামক সংস্থার সকল সদস্য ও সদস্যরা পুরো মেছেদা শহরকে রঙিন করে তোলার জন্য সমস্ত রাস্তার উপর প্রায় পঞ্চাশ জন সদস্য ও সদস্যরা আলপনা ও তৈল্য চিএ অঙ্কন করেন এবং শুধু রঙিন করার জন্য নয় তারা এই অঙ্কনের মধ্যেদিয়ে সমাজ সচেতনতা মূলক কর্মসূচি যেমন বৃক্ষরোপন, প্লাস্টিক বর্জন, ভূগর্ভস্থ জন সংরক্ষণ ইত্যাদি তুলে ধরেছেন এই সংস্থার মূল উদ্দেশ্য হল সামনে দূর্গা পূজা এবং এই দূর্গা পূজাকে কেন্দ্র করে মেছেদা শহরে প্রতিমা দর্শনের জন্য বহু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ মেছেদাতে আসেন তাদের করে এই আলপনা ও তৈল্য চিএর প্রদর্শনীর মধ্য দিয়ে পরিবেশ সম্পর্কে ঐ সকল মানুষকে আরো সচেতন করে তোলা।