|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, ঝাড়খন্ড: সোমবার ঝাড়খন্ডের জামতাড়া জেলার কুন্ডহিত ব্লকের অন্তর্গত বান্দরবেড়িয়ায় সার্বিক পরিবেশ সচেতনতাকে সামনে রেখে মীনমঙ্গল উৎসব উদযাপন করা হয়৷ অতীতে এক সময় এর সূচনা করেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী তথা সমাজসেবী পান্নালাল দাশগুপ্ত৷ তাঁর প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট, রাজনগর খয়রাশোল প্রকল্পর উদ্যোগে এই আয়োজন৷ স্মরণ করা হয় প্রয়াত বিপ্লবী সমাজসেবী পান্নালাল বাবুকে৷ সেই সাথে উঠে আসে অন্যান্য সমাজসেবী সহযোগীদের কথা উক্ত অনুষ্ঠানে৷
পদযাত্রায় এদিন অংশ গ্রহণ করে স্থানীয় পাহাড়ীয়া টোলা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা৷ পদযাত্রাটি পাহাড়িয়াটোলা ও সুদরাক্ষীপুর গ্রাম প্রদক্ষিণ করে৷ নিকটবর্তী শাল নদীতে মাছের চারা ছাড়া হয়৷ প্লাকার্ড, ব্যানার, স্লোগানে ছিল পরিবেশ ও সমাজকে সুস্থ সুন্দর রাখার বিশেষ বার্তা৷ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভারও আয়োজন ছিল৷ স্থানীয় বাসিন্দা ও মহিলারা এতে অংশ নেন৷ টেগোর সোসাইটির কর্ণধার তথা সমাজকর্মী চন্দ্রকান্ত দত্ত সহ একাধিক কর্মী, সদস্য, পরিবেশ প্রেমীদের উপস্থিতিও ছিল যথেষ্ট৷ সমগ্র কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান উদ্যোক্তারা৷ স্থানীয়রা বেশ কিছুটা সহযোগিতা করেন বলে জানা যায়৷ প্রকৃতি ও পরিবেশ বান্ধব এমন শুভ প্রয়াস এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে৷