|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের সব চাইতে আনন্দের মাস হচ্ছে এই রমজান মাস, এই মাসে মুসলিম সম্প্রদায় প্রতিদিন 14 ঘন্টা খাওয়া পান করা সব কিছু থেকেই বিরত থাকেন এবং এই মাসের শেষ মুহূর্তে আসে মুসলিম সম্প্রদায়ের সব চাইতে আনন্দ ও উৎসবের দিন পবিত্র ঈদ উল্ ফিতর, কিন্তু প্রতি বছরই পুরো এক মাস রমজানের রোজা রাখার পরেও ঈদের সময় দুই থেকে তিন দিন ছুটি পাই না এই সম্প্রদায়, শুধুই তাই নয় অসংখ্য কলেজ ইউনিভার্সিটিতে ঈদের আগের দিন ও ঈদের পরের দিন পরীক্ষা দিয়ে দেওয়া হয়, এবারও দেওয়া হয়েছে।
ভারতবর্ষ গনতান্ত্রিক দেশ হিসেবে, যেই দেশে প্রতিটা মানুষের প্রতিটা সম্প্রদায়ের সমান অধিকার সেখানে একটা সম্প্রদায়ের উৎসবকে উৎসবের নজরে দেখা হয় না, উৎসবের আগের দিন ও পরের দিন পরীক্ষা দিয়ে দেওয়া হয় যার ফলে গ্রাম এলাকা থেকে শহরে পড়তে যাওয়া ছাত্র ছাত্রীদের চরম হয়রানির শিকার হতে হয়, তারা শান্তিতে উৎসব উপভোগ করতে পাই না তাই পবিত্র ঈদ উল্ ফিতর উপলক্ষে তিন দিনের ছুটি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম সাহেব।
তিনি অতীব বিনয়ের সাথে মুখ্যমন্ত্রীকে আবেদন করে লেখেন – রমজান কাটানোর পর উৎসব আসে ঈদের, ঈদের পরের দিন থাকে ফিতরা বা যাকাত বণ্টন, ঈদের দিন থেকে পরের দুই দিন প্রতিটা বাড়িতে আসে অতিথি, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এখানে ওখানে ঘুরতে যাওয়া শিক্ষিত ছেলে মেয়েরা নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা তাছাড়া বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রাখার জন্য অন্তত পক্ষে তিন দিন ছুটির আবেদন করে চিঠি লেখেন।