|
---|
জাতীয় ডাক্তার দিবসে ডাক্তার বাবুদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় সমাজসেবী এ কে এম ফারহাদ সাহেবের
নতুন গতি ডেস্ক : জাতীয় ডাক্তার দিবসে উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার বাবুদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি জনাব এ কে এম ফারহাদ সাহেব।
স্বাধীনতা সংগ্ৰামী, প্রখ্যাত চিকিৎসক, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত স্বর্গীয় বিধানচন্দ্র রায় মহাশয়ের জন্ম ও মৃত্যু দিবসে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি ঘোষণা করেন । বছরভর মানুষের পাশে থাকতে যাকে দেখতে পাওয়া যায় সেই ফারহাদ সাহেব আজ দেগঙ্গা ব্লক স্বাস্থ্য আধিকারিক সৃঞ্জয় চন্দ্র বাবুর সঙ্গে সৌজন্য বিনিময় ও হাসপাতালের ডাক্তারবাবু মনোজ কুন্ডু, নার্স প্রঞ্জান পারমিনা জেনাত, অমিত জানা দে’র হাতে ফুল মিষ্টি দিয়ে চিকিৎসক দিবসের শুভেচ্ছা জানান ।ফারহাদ সাহেবের সঙ্গে ছিল শিক্ষক নাজিবুল্লা সর্দার, নাজমুল ইসলাম।