|
---|
মনিরুল আজিজ, নতুন গতি, মালদা: হরিশ্চন্দ্রপুরের কানন পাড়া গ্রামের শরিফুউদ্দিন নামে এক ব্যক্তি বিগত কয়েক বছর আগে ৩ জন নাবালিকা সন্তান রেখে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। ফলে পরিবারটি চরম অর্থ সংকটে পড়ে। কোনরকম ভাবে পরিবারটির দিন কাটছিল। এরই মাঝে গত দুই মাস আগে একই রোগে আক্রান্ত হয়ে মৃত শরিফুউদ্দিনের স্ত্রী মারা যান। ফলে পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে। অসহায় পরিবারটির খবর পেয়ে সাহায্যর জন্য ছুটে যান বিশিষ্ট সমাজসেবী তথা নির্মাণ সংস্থার কর্ণধর মতিউর রহমান সাহেব। সাথে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের জয় হিন্দ বাহিনীর পর্যবেক্ষক আমিনুল হক মহাশয় সেই অসহায় পরিবারটিকে কিছু আর্থিক সাহায্য করেন এবং ভবিষ্যতেও সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন।