|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি: সোসাইটি ফর ব্রাইট ফিউচারের কম্বল বিতরণ বর্ধমানে। স্বেচ্ছাসেবী সংস্থা সোসাইটি ফর ব্রাইট ফিউচারের পক্ষ থেকে ১১ জানুয়ারি বর্ধমান শহরের পুরাতন চকে অনুষ্ঠিত হলো দুস্থদের বিনামূল্যে কম্বল বিতরণ। হিন্দু মুসলিম নির্বিশেষে দুস্থ মানুষেরা কম্বল গ্রহন করতে ভিড় জমান। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুস্থ মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সোসাইটি ফর ব্রাইট ফিউচারের পূর্ব বর্ধমান জেলার আহ্বায়ক মুজিবর রহমান বলেন, সমাজে উন্নততর পরিষেবা দেয়ার জন্য সোসাইটি ফর ব্রাইট ফিউচার নিরবচ্ছিন্নভাবে রাজ্যের বিভিন্ন জেলায় স্বেচ্ছাসেবী কাজ করে চলেছে। প্রচন্ড শীতে হিন্দু মুসলিম নির্বিশেষে উপস্থিত সকলের হাতে কম্বল তুলে দিতে পেরে আমরা ভীষণ খুশি হয়েছি। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আজিজুল হক, মাহবুব হোসেন, পুরাতন চকের কাউন্সিলর শাহাবুদ্দিন খান, আসলাম শেখ, আকিবুর রহমান সহ অন্যান্যরা। এ দিনের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বর্ধমান শহরের নেহেরু বিদ্যা মন্দিরের শিক্ষক এক লাখ হোসেন আনসারী।