|
---|
সেখ আব্দুল আজীম : ২৮শে আগস্ট উত্তর দিনাজপুর জেলার ইটাহারের মাইনোরিটি হলে অনুষ্ঠিত হলো ‘সদ্ভাবনা মঞ্চ’-এর বিশেষ আলোচনা সভা।এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদ্ভাবনা মঞ্চের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার রাজ্য সম্পাদক শেখ তাহিরুদ্দীন সাহেব,সদ্ভাবনা মঞ্চের উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি বঙ্গরত্ন শ্রী অমিত কুমার সরকার মহাশয়, জেলা সদ্ভাবনা মঞ্চের সদস্য জনাব জালালুদ্দীন আহাম্মদ সাহেব,শ্রী আনন্দ বিহারী বসাক মহাশয়,জনাব আব্দুল মালেক সাহেব, জনাব আমানুল্লাহ হক,জনাবা জাহানারা বিবি,জনাব খোরসেদ আলী সাহেব,জনাব জাহাঙ্গীর আলী সাহেব, জনাব আফাজুদ্দীন আহাম্মদ সাহেব,জনাব কাজী আব্দুর রাজ্জাক সাহেব এবং বিশিষ্ট সমাজকর্মী জনাব আমিরুল ইসলাম সাহেব প্রমুখ।শ্রী আনন্দ বিহারী বসাক মহাশয় তাঁর বক্তব্য রাখতে গিয়ে বলেন,”আমাদের শুধু সদ্ভাবনা মঞ্চের মিটিং-এ আসা-যাওয়া করলেই হবেনা। বরং আমাদের প্রত্যেককে এই ব্যাপারে সক্রিয়ভাবে কাজ করতে হবে।” শ্রী অমিত কুমার সরকার মহাশয় তাঁর বক্তব্য রাখতে গিয়ে বলেন,”পুরুষ,মহিলা,তরুন,যুবক, ছাত্র-ছাত্রী সকলকে সদ্ভাবনা মঞ্চের হয়ে কাজ করতে হবে। এমনকি শিশুদের মধ্যেও সদ্ভাবনা মঞ্চের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচীর ধারণার বিকাশ ঘটানোর জন্য বিভিন্নমুখী আয়োজনের উদ্যোগ নিতে হবে। জনাব শেখ তাহিরুদ্দীন সাহেব তাঁর বক্তব্য রাখতে গিয়ে বলেন,”হিন্দু, মুসলিম, খ্রীস্টান, বৌদ্ধ,জৈন,শিখ ,নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সদ্ভাবনা মঞ্চের হয়ে সক্রিয়ভাবে কাজ করে সমাজ,জাতি ও দেশের শান্তি, নিরাপত্তা,প্রগতি,ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য উপযুক্ত ভূমিকা পালন করতে হবে। আমরা যে কোনো ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মের উপর ভিত্তি করে যদি ধর্মপ্রাণ হতে পারি,তাহলে আমাদের সমাজ ও দেশে শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে এবং দেশ সমৃদ্ধ হবে।” অবশেষে জনাব জালালুদ্দীন আহাম্মদ সাহেব সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের সদ্ভাবনা মঞ্চের বিশেষ আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।