|
---|
সেখ সামসুদ্দিন, ১৬ এপ্রিলঃ আজ মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেমারি শহরে একটি কর্মীসভা করা হয়। সভায় তীব্র দাবদাহ উপেক্ষা করে সাবধানে রাতে দিদির দূত কর্মসূচি সফল করার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয় এবং আগামী ১৮/০৪/২৩ মেমারি অভিষেক গেস্ট হাউসে যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে তাতে সমস্ত ওয়ার্ডের রোজাদারদের আনার জন্য উদ্যোগ নিতে হবে। সভায় মেমারি শহর সভাপতি স্বপন ঘোষাল সহ সমস্ত ওয়ার্ডের সভাপতি ও শাখা সংগঠনের সভাপতিরা উপস্থিত ছিলেন। একইসঙ্গে পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সম্পাদিকা রূপা খাতুন তথা মেমারি শহর তৃণমূল কংগ্রেস বঙ্গজননী সভানেত্রীকে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনের মহিলা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য তাকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়। আগামী দিনে মহিলা তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।