শহরের সঙ্গে পাল্লা দিয়ে আই লাভ চকদিঘী উদ্বোধন

সেখ সামসুদ্দিন, ২৫ জুলাইঃ শহরের ছোঁয়া আজ গ্রামে। যা কিছু আমরা শহরে গেলে দেখতে পেতাম এখন সেগুলো গ্রামেতেও চলে আসছে। জামালপুরের বুকে হয়েছে স্মার্ট পয়েন্ট, হয়েছে শপিং মল। আমরা কলকাতা, বর্ধমান বা যেকোনো টুরিস্ট স্পটে গেলে সেই জায়গার নাম আই লাভ বলে লাইটের কাজের সাথে করা হতো। আজ জামালপুর ব্লকে প্রথম চকদিঘী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের সামনে আই লাভ চকদিঘী উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, খাদ্য কর্মাধক্ষ্য শ্রীমন্ত সাঁতরা। ছিলেন পঞ্চায়েতের সকল স্টাফ, শিল্প ও পরিকাঠামো সঞ্চালক শেখ আজাদ রহমান সহ অন্যান্যরা। আজাদবাবু বলেন এলাকার সৌন্দর্য বাড়াতে এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই আজ এই আই লাভ চকদিঘী উদ্বোধন করা হলো। মেহেমুদ খান বলেন জামালপুরের মধ্যে এই প্রথম চকদিঘী পঞ্চায়েত এই আই লাভ চকদিঘী এটি করে দেখালো। এটা সত্যিই এখানে সৌন্দর্য বাড়াবে বলে তিনি মনে করেন। তবে এখানেও হয়তো শহরের মতো সাধারণ মানুষরা সেলফি তুলবেন। তবে এমন সুন্দর একটি জিনিস হওয়ায় এলাকার মানুষ খুব খুশী। উদ্বোধনে অনেক মানুষ আজ এখানে উপস্থিত হন।