সজাগ মঞ্চের উদ্যোগে বিনামূল্যে সাস্থ পরিষেবা উদ্বোধন

আজাহারউদ্দিন : হুগলির খানাকুলের বালিপুর আয়ুশ লজে সজাগ মঞ্চের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা উদ্বোধন হয়ে গেল। আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে উদ্বোধন করেন কে জি এন মার্বেল এর কর্ণধার আলহাজ সেখ সিরাজুল হক।এছাড়া ও উপস্থিত ছিলেন সজাগ মঞ্চের প্রধান পৃষ্টাপোষক ও আয়ুষ লজের কর্ণধার একরামুল হক সাহেব,সজাগ মঞ্চের সম্পাদক বাহারুল ইসলাম, ইয়াসিআলী,সমাজসেবী মীর টুটুল, মীর নিয়ামত , সেখ ইন্তাজুল হোসেন সহ সজাগ মঞ্চের সমস্ত সদস্য কর্মকর্তা এবং সাধারণ মানুষ, আজকেই এলাকার বহু মানুষ এই পরিষেবা গ্রহন করেন। পরিষেবা দেন রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের কম্যুনিউটি হেলথ অফিসার আনোয়ারা পারভীন।এদিন এলাকার মানুষদের বিনামূল্যে বিভিন্ন রোগের লক্ষণ জটিল সমস্যা সমাধান করা হয় ।উল্লেখ সজাগ মঞ্চে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছর ধরে সামাজিক কাজে যুক্ত থাকে মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে থাকে এই মঞ্চ।করোনা লকডাউনে র সময় নিজেদের উদোগে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়।ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় রবিবার বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে বলে জানান সজাগ মঞ্চের সম্পাদক বাহারুল ইসলাম। মঞ্চের এই উদোগকে সকলেই সাধুবাদ জানান।