|
---|
সেখ আব্দুল আজিম, ডানকুনি : সাতসকালে হুগলির ডানকুনিতে ঘটে গেল ভয়ানক দুর্ঘটনা। প্রতিদিনের মতো আজও এসেছিলেন সকাল সকাল গরম চায়ে চুমুক দিয়ে দিনের শুরুটা করতে। সবে মাত্র গরম চায়ের ভাড়ে ঠোঁট দিয়েছেন আচমকা হুড়মুড়িয়ে চায়ের দোকানে ঢুকে যায় একটা মাটাডোর গাড়ি, ব্যস সব শেষ। কোন কিছু বোঝার আগেই চায়ের ভাড়টা ছিটকে যায় হাত থেকে, চা আর খাওয়া হয় না তাঁদের। জলজ্যান্ত কয়েকটা প্রাণ চলে গেল সকালে চা খেতে এসে।
ঘটনাটি ঘটেছে ডানকুনির দিল্লিরোডে, মোল্লাবেড় বাস স্টপেজে। সাত সকালে এইরকম একটা দুর্ঘটনার মুখোমুখি হতে হবে এলাকার মানুষ বুঝে উঠতে পারেনি। সকলের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, ঘোর কাটিয়ে উঠতে পারছেন না কেউই।
ঘটনা স্থলেই নিহত হন তিনজন, আহত চার। সকলকে ডানকুনি থানার পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। সূত্রে খবর মৃত ও আহতরা সকলেই স্থানীয় বাসিন্দা। চায়ের দোকানের মালিকের নাম সেখ আলাউদ্দিন। গাড়ি চালক পলাতক।
মৃতরা হলেন মিন্টু বাগ (৪৮), সেখ আব্দুল খালেক (৭১), জুমান মল্লিক (৭৫)। আহত চারজনকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়।