|
---|
সংবাদদাতা : পবিত্র ঈদে সারাদেশবাসিকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই অল বেঙ্গল মাইনোটে এসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না, হুগলি জেলার দাদপুর থানার অন্তর্গত গোবিন্দপুর ঈদগাহ ময়দানে এদের নামাজ পড়ানোর পর তিনি দেশবাসীর জন্য বক্তব্যে জানান, বাংলায় মানুষজন সমস্ত ধর্মের পাশাপাশি বসবাস করে সম্প্রীতি বজায় রেখে চলে। আগামী দিন এটা প্রত্যাশা রাখবো প্রশাসন সাধ্যমতো চেষ্টা করেন, বাংলায় সমস্ত ধর্মের মানুষ শান্তি ভাবে ও ভালোবাসার মধ্য দিয়ে ধর্মীয় আচার পালন করে। পশ্চিমবাংলায় অশান্তির বাতাবরণ যাতে করে তৈরি না হয়, তার জন্য রাজ্যের প্রশাসন এ সমস্ত ধর্মীয় উৎসব গুলির আগেই শান্তি কামি মানুষ ও ইমাম মুয়াজ্জিন দের নিয়ে বিশেষ ভাবে পরিকল্পনা তৈরি করে তার জন্য রাজ্যের প্রশাসন কে অনেক অনেক শাধুবাদ জানায়। আমি রাজ্যবাসীর কাছে প্রত্যাশা রাখি আগামী দিনগুলো ই এমনিভাবেই সমস্ত মানুষজন শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় উৎসব গুলি পালন করুন। মুসলিম সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায় বা খ্রিস্টান সম্প্রদায় যে যে ধর্মের হোক না কেন নিজস্ব ধর্মীয় আচার-আচরণ পালন করুন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে। যাতে করে কোন অশান্তির বাতাবরণ তৈরি না হয়। ফুল ও মিষ্টি দিয়ে সম্মানিত করেন ইমাম কে। সবশেষে রাজ্য তথা দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। অল বেঙ্গল মাইনোটে এসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।