ঝড় বৃষ্টি নিয়ে ভিসি তে DM এর কিছু নির্দেশ

নতুন গতি প্রতিবেদক :
১. দুটো নিম্নচাপ সামনে ধেয়ে আসছে।
২. আগামী ২৬, ২৭,২৮ তারিখ একটার জন্য প্রবল বৃষ্টি হবে। ২৮ তারিখ থেকে ঝড় জল চলবে।
৩. সমস্ত অফিসার ( লাইন ডিপার্টমেন্ট সহ ) এর ছুটি বাতিল করা হয়েছে। সবাই অফিস হেড কোয়ার্টার এ থাকবেন।
৪. ব্লক অফিস কে সব ডিপার্টমেন্ট সাহায্য করবে সব রকম ভাবে।
৫. ব্লকে কাল থেকে কন্ট্রোল রুম চালু থাকবে।
৬. জিপি গুলো কাল থেকে সকল মেম্বার এবং স্টাফ দের নিয়ে মিটিং করে নেবেন।
৭. সবাইকে বলে দিতে হবে লোকাল জনগণকে সাবধান করার জন্য। কেউ যেন সমুদ্রে না যায়।
৮. যদি কেউ ত্রিপল টাঙিয়ে আছেন বা ভাঙ্গা মাটির বাড়িতে আছেন তাহলে তাদের পার্শ্ববর্তী স্কুলে শিফট করানোর ব্যবস্থা করতে হবে ।
৯. যতগুলো নিচু জায়গা আছে যেখানে জল জমতে পারে সেগুলো লিস্ট করে ব্লক কে পাঠাতে হবে এবং সেখানকার মানুষজনকে অন্যত্র সরাতে হবে।
১০. গাছ কাটার লোক , মেশিন এবং JCP রেডী রাখতে হবে ২৮ তারিখ থেকে।
১১. Dry ফুড এর ব্যবস্থা করে রাখতে হবে আগে থেকে।
১২. জিপি তে কাল থেকে কন্ট্রোল রুম চালু করতে হবে। EA সাহেব(যেখানে EA নেই সেখানে সেক্রেটারি nodal থাকবেন)।
১৩. তাদের সাথে আমাদের ব্লক এর টিম অ্যাটাচ থাকবে।
১৪. প্রত্যেক দিন জেলা থেকে রিভিউ করা হবে আমরা কতটা তৈরি আছি।
১৫. ইয়াশ ঝড়ের মত তৈরি থাকতে হবে।