নদী গর্ভে তলিয়ো যাওয়া ধানঘরাবাসীদের সাহায্যার্থে এলাকার বিশিষ্ট কয়েকজন শিক্ষক

মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের নদী গর্ভে তলিয়ো যাওয়া ধানঘরাবাসীদের সাহায্যার্থে এলাকার বিশিষ্ট কয়েকজন শিক্ষক

    মো: ইজাজ আহমেদ ও মহ: মুস্তফা শেখ : দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলার নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। সেই মতো বিগত দুই সপ্তাহ ধরে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের ধানঘড়া গ্রামের অধিকাংশটাই গঙ্গার অতলে তলিয়ে গেছে। ৭২ টি বাড়ি, কৃষি জমি, বাগান ইতিমধ্যে গঙ্গার পেটে চলে গেছে এবং ৪০০ টির মতো পরিবার নিজ বাড়ি ভাঙার কাজে লেগে পড়েছে ইটগুলো পাওয়ার আশায়। এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়াতে এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার শিক্ষকগণ আজ, রবিবার সকাল ৭টা নাগাদ উক্ত গ্রামে হাজির হন। তাঁরা এলাকাবাসীদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা নেন সাধ্যমত সহায়তা করার জন্য। উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম আই এস এ হাই স্কুলের প্রধান শিক্ষক ড. মেহবুব ঈসা, সহ শিক্ষক গোলাম কাদের,পার্শ্ব শিক্ষক ষষ্ঠী চরণ দাস, সহ শিক্ষক আসাদুল হক, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক তরুণ কুমার দাস, পার্শ্ববর্তী আশ -শাবিন মিশনের সহ শিক্ষক মোঃ ইজাজ আহামেদ।