কাশ্মীর সমস্যা নিয়ে কিছু কথা ।

আজিম শেখ, নতুন গতি। মহারাজা হরি সিং ২৭ অক্টোবর ১৯৪৭ সালে, নিজের সম্রাজ্য কে ভারতের সঙ্গে চুক্তির মাধ্যমে যুক্ত করেন‌,
প্রধানমন্ত্রী নেহেরু নিজের সার্থে ১৯৫৪ সালে ৩৭০ ধারা চালু করে।
কিন্তু স্বাধীনতার পর কাশ্মীর উন্নয়নে জন্য বিশেষ সুবিধা আজও চলছে, তবে কেন কাশ্মীর উন্নয়ন না হয়ে অশান্ত থেকে গেলো,কেন জঙ্গি তৈরি হয়ে গেলো? রাজকোষ থেকে তো উন্নয়নের জন্য কোটি কোটি টাকা দেওয়া হয়েছে? সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার পর,ফ্রি তে সবকিছু নেওয়ার পর,দেশের সঙ্গে বেইমানি‌। এ তো চলতে পারে না,সমগ্র দেশের ধারাবাহিকতায় সঙ্গে কাশ্মীরের উন্নয়ন হোক, আলাদা করে সুবিধা দেওয়া দরকার নেই।

    যদি স্বাধীনতার পর দেখা যায় বিশেষ সুবিধা না দিয়েও অন্ধপ্রদেশ বা কেরলা এবং অন্য রাজ্যের যে ভাবে উন্নয়ন হয়েছে, তাতে কাশ্মীর কে সব কিছু দিয়েও কিছু হলো না। রাষ্ট্রের উচিত সমগ্র ভারতের সঙ্গে কাশ্মীর কে সমান জায়গায় রাখা।

    সমস্ত সুবিধা নেবে, জঙ্গিপনা করবে ,এধারা চলতেই থাকবে কেন?অবসান দরকার অবশ্যই আছে।
    রাষ্ট্র নিজের হাতে কাশ্মীরীদের চিকিৎসা শিক্ষা বাসস্থানের ব্যবস্থা করুক। কৃষি ও কৃষি ব্যবস্থার প্রসার ঘটাক। একদিন নিশ্চয়ই কাশ্মীর শান্ত হবে।
    জঙ্গি শেষ হবে , রাষ্ট্রের বিশাল খরচ করে সেনা রাখা দরকার পড়বে না কাশ্মীরে । খরচ কমবে দেশ ও জাতির মঙ্গল হবে ।

    ( কপি সংগ্র -বক্রেস্বর দাস)