|
---|
নুরউদ্দিন: দক্ষিণ ২৪ পরগনা দু বছর ধরে নির্বাচন না হওয়ায় সমবায়ের কাজকর্মের ব্যাঘাত হচ্ছিল।শেষ পর্যন্ত সমবায় দপ্তরের নির্দেশ মেনে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় ১৫ টি কৃষি সমবায়ে নির্বাচন শুরু হয়েছে।
সরকারি বিধি নিষেধ মেনে নির্বাচন অনুষ্ঠিত হল।
আজ পাথরপ্রতিমা ব্লকের শ্রীধর নগর গ্রাম পঞ্চায়েত উপেন্দ্র নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নির্বাচন হলো।ভোটার সংখ্যা ১৪৮৪, আসন সংখ্যা ৫৯। শাসকদলের ৫৯ টি প্রার্থী দেওয়া হয়,বিরোধী জোটের ৫৯ জন্য প্রার্থী দেওয়া হয়, এদিন নির্বাচনের শাসক বিরোধী লড়াই তুঙ্গে।ভোট হয় উপেন্দ্র নগর হাই স্কুল এবং উপেন্দ্র নগর প্রাথমিক বিদ্যালয়ে।
তবে গণতন্ত্রের ভোটের লড়াই বিরোধী এবং শাসকদলের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই দেখলো এলাকার মানুষ। নির্বিঘ্নে ভোট সম্পূর্ণ হওয়ায় খুশি এলাকার মানুষ ও প্রশাসন।
৫৯ টি আসনের মধ্যে বিজেপি সিপিএম কংগ্রেস মিলে ১১ টি আসন, তৃণমূল পায় ৪৮ টি আসন।
তবে তৃণমূলের এমন জয়ের বহিঃপ্রকাশ করল তৃণমূল সমর্থকরা, তারা সমবায় সমিতির বাইরে সবুজ আবির নিয়ে মেতে ওঠেন,এবং এলাকার মানুষদের উদ্দেশ্যে মিষ্টি ও বিতরণ করা হয়।