|
---|
আজিজুর রহমান,গলসি : শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ৩৮ তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। যেখানে বিশ্ব বিদ্যালয়ের সমস্ত বিভাগ সহ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত সমস্ত মহাবিদ্যালয়ের বিভাগীয় প্রথম স্থানাধিকারিদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার স্বরূপ তাদের স্বর্ণ পদক ও শাংসাপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে স্বর্ণ পদক ও সংসাপত্র পেয়েছেন গলসির কেটনা গ্রামের ছাত্র মিতন কুমার রায়। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের ২০১৯-২০২১ সালে প্রথম স্থান অধিকার করেন। এদিন তাকে স্বর্ণ পদক শাংসাপত্র তুলে দেওয়া দেন উপাচার্য ড. নিমাই চন্দ্র সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস সহ অনেকে। মিতন রায় জানিয়েছেন, কেটনা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। ভেঁপুর স্কুল থেকে মাধ্যমিক ও সাঁকো চন্দ্র শেখর হাই স্কুলে উঃমাঃ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন। তারপর মেমারী কলেজ থেকে শারীর শিক্ষা নিয়ে স্নাতক হন। অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয় শারীর শিক্ষা স্নাতকোত্তর হন। দাদা বিধান রায় জানিয়েছেন, তার ভাই খুব কষ্ট করে পড়াশোনা করেছে। খুবই অভাবের সংসার ছিল তাদের। পড়াশোনায় সফল হয়ে সে পরিবারের মুখ উজ্জ্বল করেছে। এদিনের স্বর্ণ পদক ও সম্মান পেয়ে খুশি হয়েছেন তিনি ও তার পরিবার ও প্রতিবেশীরা।