বাবার সম্পত্তির নিয়ে ভায়ে ভায়ে বিবাদ প্রান হারালো বৌদি।

দেবাশীষ পাল, মালদা: বাবার সম্পত্তির নিয়ে ভায়ে ভায়ে বিবাদের জেরে প্রান হারালো বৌদি। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হলদিবাড়ি এলাকায়। মৃত বধুর আত্মীয়রা জানান, তাদের দীর্ঘদিন ধরেই বাবার সম্পত্তি নিয়ে বিবাদ দুই ভাইয়ে হতেই থাকতো। মঙ্গলবারের দিন চরম বিবাদে পরিনত হয়। মৃত গৃহ বধূর নাম সঞ্জুমনি দাস। তাকে বাড়িতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে নানা জায়গায় কোপাতে থাকে সাড়া শরিরে । ধারালো অস্ত্র দিয়ে একটি হাত ও পা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং পরে গলার শ্বাসনালী কেটে খুন করার চেষ্টা করে অভিযুক্ত। পরবর্তীতে অভিযুক্ত বুধুয়া ধারালো অস্ত্র নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। এদিন অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সুত্রে জানা গেছে। এদিকে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকায়।