|
---|
আব্দুস সামাদ জঙ্গিপুর: জানাজায় রঘুনাথগঞ্জ থানার সন্মতিনগর গ্রাম পঞ্চায়েতের ডিহি পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে।মঙ্গলবার সকালে সম্মতিনগর ডিহিপারায়, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়েই ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যাক্তির নাম আফজাল শেখ বয়স (৭০)। মৃত্যু দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয় । অভিযুক্ত ছেলের নাম আনারুল শেখ।
ঘটনার পর থেকেই সে পলাতক। জানাজায় এইদিন বাবার সাথে ছেলের বচসা বাঁধলে বাবাকে হটাৎ লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে ছেলে।এবং মর্মান্তিক অবস্থায় ঘটনা স্থানেই সে লুটিয়ে পরে।সাথে স্থানীয়রা আহত ব্যাক্তিকে উদ্ধার করে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে আরো ও জানাজায় অভিযুক্ত ছেলে আনারুল শেখ মানসিক ভারসাম্যহীন বাড়িতে সে অস্বাভাবিক আচরণ করতো এই নিয়ে প্রায়শই অশান্তি হতো পরিবারের সদস্যদের সাথে।আজ ভোরে বাবা লক্ষ্য করেন এই প্রচন্ড শীতেও সে ফ্যান চালিয়ে ঘুমোচ্ছে। বাবা ফ্যানের সুইচ বন্ধ করাতেই অশান্তি শুরু হয় তখন,আনারুল শেখ তার বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।