|
---|
খান আরশাদ, বীরভূম:
রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার পাতাডাঙ্গা গ্রামে বুধবার রাত্রে ঘটে এই ঘটনাটি। পারিবারিক অশান্তির জেরে এই খুনের ঘটনা ঘটে। মৃত মায়ের নাম বাসন্তী কুন্ডু। বয়স ৫৭। ভারী বস্তু দিয়ে মায়ের মাথায় আঘাত করে তাঁর একমাত্র ছেলে। মদ্যপ অবস্থায় মৃতার ছেলে লোটন কুন্ডু ভারী কোনো কিছু দিয়ে তার মায়ের মাথায় এবং শরীরে আঘাত করলে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। তড়িঘড়ি ওই মহিলাকে সিউড়ি সুপার স্পেস্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্ত লোটন কুন্ডুকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করে। ঘটনার তদন্ত করছে চন্দ্রপুর থানার পুলিশ।