মুর্শিদাবাদের ভগবানগোলায় পিতার অবৈধ সম্পর্কের মাসুল দিতে হলো ছেলেকে, CRPF এর হাতে খুন যুবক

আলম সেখ নতুন গতি, মুর্শিদাবাদ : এক হৃদয় কাঁপানো ঘটনা ঘটে আসলো মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার ১নং সুন্দরপুর অঞ্চলের ললিতাকুড়ি গ্রাম থেকে। পিতার অবৈধ সম্পর্কের মাসুল দিতে হলো ছেলেকে। জানা গেছে কিছুদিন আগে ললিতাকুড়ির উজ্জ্বল দাস নামের এক ব্যক্তি পাশের এক CRPF এর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে যায়। সেই রাতে CRPF এর বাড়িতে উপস্থিত তার স্ত্রী ও এক কন্যা, এই ঘটনার রাতেই পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, CRPF এর বাড়ির তরফে জানানো হয় তার মেয়েকে ধর্ষণ করতে এসেছিল এই ব্যক্তি। সেই রাত থেকেই পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে আছে। CRPF সেই ব্যক্তির তরফে ধমকি দেওয়ার অভিযোগ উঠে এসেছে গ্রামবাসীর কাছ থেকে, জানা গেছে উজ্জ্বল দাসের পরিবার তথা ওনার ছেলে পিন্টু দাসকে মেরে হত্যা করারও ধমকি দিয়েছিলেন এই CRPF, অবশেষে আজকে সকালে উজ্জ্বল দাসের বাড়িতেই তার ছেলে পিন্টু দাসের ঝুলন্ত দেহ মেলে।

     

     

    যেই রাতে অবৈধ সম্পর্ক প্রকাশ পায় সেই থেকেই নিখোঁজ ছিলেন উজ্জ্বল দাস, তাই উজ্জ্বল দাশের স্ত্রীকে পুলিশ তুলে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। গ্রামবাসীরা জানান পিন্টুর পিতা যদি সত্যি দুষ্কৃতী হয় তাই গতকাল ২০ বছরের এই যুবক পিন্টু দাস তার পিতাকে খুঁজে বের করে নিজেই থানায় গিয়ে পুলিসের হেফাজতে রেখে আসে ও নিজের মা কে ছাড়িয়ে নিয়ে আসে। মাকে আনার পর বাড়িতে একাই ছিল পিন্টু, মা ছিল তার মাসির বাড়িতে। গ্রামবাসীরা জানান গতকাল রাতে বাড়ি থেকেই তুলে নিয়ে যায় পিন্টু কে অভিযোগের তীর CRPF নিতাই সরকার সহ আরো কয়েকজনের বিরুদ্ধে। ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে ভগবানগোলা ও লালগোলা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, সম্পূর্ণ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে আছে।

    পিন্টু কে বাড়ি থেকে মাথায় বন্ধুকে ধরে পাশের মাঠে নিয়ে যাওয়া হয় রাতে, নিয়ে গিয়ে হাত পা বেঁধে খুব ভয়ানক ভাবে হত্যা করা হয়, সম্পূর্ণ দেহ কে ব্লেট দিয়ে ছিদ্র করা হয়, পায়ে কাটা মারা হয়, পায়ের ১০ টি আঙুল কে ফাটিয়ে চৌচির করে দেওয়া হয়েছে, বুকে ৮ টি কাটা মারা হয়, লিঙ্গ কেটে সেই জায়গায় লবণ লঙ্কা দেওয়া হয়, তার পর দেহ বাড়ি নিয়ে এসে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। পুলিশ বাহিনী এসে মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য পাঠায়।