|
---|
নিজস্ব সংবাদদাতা : গড়বেতার মায়তা গ্রামে কৃষ্ণরায়জীর মন্দির প্রাঙ্গণে একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হলো সোনার তরী পূজা সংখ্যা। সোনার তরী-র এবারের পূজা সংখ্যাটি গড়বেতা বিষয়ক। পূজা সংখ্যায় গল্প কবিতা, ছড়া, রম্যরচনা ও অন্যান্য প্রবন্ধের সাথে সাথে স্বাধীনতা আন্দোলনে গড়বেতার অবদান, বগড়ি কৃষ্ণ রায়জী মন্দির , গড়বেতা সর্বমঙ্গলা মন্দিরের ঐতিহাসিক পটভূমি , গড়বেতার ফুটবল, গনগনি সহ নানান অজানা কাহিনী।
কাশফুলের হিল্লোলিত শিলাবতী নদী পার হয়ে ছোট্ট জনপদ মায়তা। বগড়ি কৃষ্ণ রায়জীর রাধা-কৃষ্ণের যুগল মূর্তি পালা করে তিথি নক্ষত্র অনুযায়ী ছয় মাস বগড়িতে থাকে বাকী ছয় মাস মায়তা গ্রামে। সুন্দর পিচঢালা পথের পাশেই নানান গাছগাছালির মাঝে এই মন্দির। মন্দিরে নিত্য পূজা,এবং নাম সংকীর্তন চলছিল। সেই পবিত্রতার মাঝেই আমাদের সোনার তরী-র মোড়ক উন্মোচন হলো,বহু গুনীজনের উপস্থিতিতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে। অনুষ্ঠান শেষে সকলে একসাথে অন্ন প্রসাদ খাওয়া।
উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক শান্তনু দে , কাশীনাথ সাহা, সুভাষ চ্যাটার্জি, বিকাশ রায় প্রমুখ।