|
---|
বিধায়ক ফিরদৌসী বেগমের নেতৃত্বে এক ঐতিহাসিক মহা মিছিলের সাক্ষী রইলো সোনারপুর বাসী
নতুন গতি প্রতিবেদক : আজ সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঐতিহাসিক মহা মিছিল এর সংগঠিত হয়, কেন্দ্রের ভ্রান্ত নীতি ও সরকারি সম্পত্তি বেসরকারি করণের প্রতিবাদে। সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত গড়িয়া স্টেশন থেকে ঢালাই ব্রিজ পর্যন্ত এই ঐতিহাসিক প্রতিবাদ মিছিলের সাক্ষ্য থাকলো সাধারণ মানুষ।
সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের নির্দেশে, সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান জনাব নজরুল আলী মণ্ডল এর নেতৃত্বে এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার উপস্থিতিতে প্রতিবাদ মিছিলে পা মেলালেন হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। উপস্থিত ছিলেন আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ।
এই প্রতিবাদ মিছিল থেকে, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা জানান, “নরেন্দ্র মোদি র সরকার যখন আমাদের মা বোনেদের ইজ্জত রক্ষা করতে সক্ষম নয়, তাদের কোনভাবেই ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। যোগী আদিত্যনাথ নিজেই একজন ক্রিমিনাল তাকে আগে বরখস্ত করা উচিত ছিলো।”
সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম বলেন, প্রায় ৪০ হাজারেরও বেশি মানুষ, যুব থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আজ যোগদান করলো এই প্রতিবাদ মিছিলে, অপদার্থ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এর থেকেই বোঝা যাচ্ছে বাংলায় আর বিজেপির থাকা হবে না। এবং তিনি পরিষ্কার জানিয়ে দেন যখনই বিজেপি সরকারের বিরুদ্ধে অরাজকতা দেখবেন বারে বারে এরকম মহা প্রতিবাদ মিছিল সংঘটিত হবে বাংলার বুকে।