সোনারপুরে সাহিত্য সভা

সংবাদদাতা : গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ প্রতিভা সন্ধানে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার ২৪ বর্ষ তৃতীয় সংখ্যাটি সাবিত্রী বাই ফুলে ও শেখ ফতিমা সংখ্যা হিসাবে প্রকাশিত হয়। সোনারপুর চার নম্বর প্লাটফর্মের পাশেই শান্তি সংসদ পাঠাগারে। এবং তার সঙ্গে প্রতিভা সন্ধানে পত্রিকার আজীবন সদস্য ও পত্রিকা কমিটির সভাপতি প্রবীণ স্বাধীনতা সংগ্রামী শ্রদ্ধেয় ডঃ শশধর পুরকাইতের স্মরণ সভা পালন করা হয়। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক কবি সাহিত্যিক সাংবাদিক উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি সাহিত্যিক সাংবাদিক গীতিকার শ্রীমন্ত কুমার মন্ডল মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক আব্দুল রশিদ মোল্লা মহাশয়। এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক সুচিব চক্রবর্তী এবং শিশু সাহিত্যিক ও বাঙালি বিশ্বকোষের মুখ্য ব্যবস্থাপক আব্দুল করিম সাহেব। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট কবি সাহিত্য পশুপতি বিশ্বাস মহাশয়। এই অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ডলি চ্যাটার্জি ও তাপসী প্রামানিকডক্টর সিরাজুল ইসলাম ঢালী আন্তর্জাতিক আমার ভারত পত্রিকার সম্পাদক শাকিল আহমেদ প্রমূখ।