|
---|
সংবাদদাতা : আজিজুর রহমান : উত্তর চব্বিশ পরগনার ঝিকড়া গ্রামে ১০৫ বছরের এক বৃদ্ধার পাশে দাঁড়ালেন হাবড়া অশোকনগরের সমাজ কর্মী রিয়া রুবি। তার এমন উদ্দ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। জানা গেছে, বৃদ্ধ সুধন্য সরকার ভ্যানে করে বিভিন্ন বাজারে সবজি বিক্রি করে সংসার চালান। স্ত্রী ও নিজের পেট চালাতে এটা তার দৈনিক রুটিন। বর্তমানে বয়সের ভারে ভালোভাবে চলাফেরা না করতে পারলেও পেটের টানে রোজই বাজারে সবজি বিক্রি করতে হয় তাকে। স্ত্রীকে নিয়ে জীবনযুদ্ধে তার লড়াই যুবক সমাজকে নাড়িয়ে দিয়েছে। প্রতিবেশিরা জানিয়েছেন, তার এক পুত্র সন্তান থাকলেও তাকে দেখেন না। তবে বৃদ্ধর খবর পেয়ে তার পাশে গিয়ে দাঁড়ান হাবড়া অশোকনগরের সমাজকর্মী রিয়ারুবি। তিনি তাকে তিনচার মাসের যাবতীয় খাবার দাবার ও নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়ান। তাছাড়াও তার সাথে সাথে বারাসাতের সমাজ কর্মী শ্যামল কৃষ্ণ সরকার, রিয়া জানা ও ঝিমলী চক্রবর্তীরাও তার চিকিৎসার জন্য নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন। রিয়ারুবি জানিয়েছেন, খবর পেয়ে তিনি শ্যামল কৃষ্ণ সরকার, রিয়া জানা ও ঝিমলী চক্রবর্তীতে জানান। এরপরই সবাই মিলে ঝিকড়া গ্রামে গিয়ে সুধন্য সরকার পাশে দাঁড়ান। পরবর্তীতে তিনি তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।