সর্বোৎকৃষ্ট সেবাঃ রক্তদান

সামিম হোসেন ও রবিউল ইসলাম,সাগরদিঘি : বর্তমান সময়ে করোনা পরিস্থিতির সন্ধিক্ষণে দাঁড়িয়ে সরকারি বিভিন্ন ব্ল্যাড ব্যাঙ্কে বিভিন্ন প্রকার রক্তের জোগান কমে গিয়েছে। থ্যালাসেমিয়া, রক্তাল্পতায় ভোগা রোগীরা ও  গর্ভাবস্থায় অনেক প্রসূতিও রক্তের অভাবে সমস্যায় পড়ছেন । সাগরদিঘি থানার  পোপাড়া গ্রামের মুমূর্ষু রোগী তাজেম আলী (বয়স ৫৫) ও নলহাটি থানার সুকরাবাদ গ্রামের গুলফুল বিবি (বয়স ৫০) এই দুই মুমূর্ষু রোগী সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন জরুরি অবস্থায় রক্তের প্রয়োজন হয় । রোগীর পরিবারের লোকজন রক্তের জন্য ‘সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর সম্পাদক সঞ্জীব দাস এবং দুই সদস্য রানা মির্জা ও সামাদ সেখের সাথে যোগাযোগ করেন। তাদের তৎপরতায় স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন হড়হড়ি গ্রামের রক্তযোদ্ধা তারিকুল হাসান ও পোপাড়ার পিটু তৎক্ষনাৎ তাঁরা সাগরদিঘি ব্লাড ব্যাঙ্কে এসে স্বেচ্ছায় রক্ত দান করেন। মানুষের জীবন বাঁচানো মনুষ্যত্বের একটি বড় দিক। তাঁরা এই রক্তদানের মাধ্যমে “রক্ত দান মানে জীবন দান” এটা পুনরায় প্রমাণ করে দিলো।

    মুমূর্ষু রোগীদের পরিবার বলেন,এই করোনা মহামারি পরিস্থিতিতে রক্তের সঙ্কট মেটাতে মানুষের পাশে দাঁড়িয়ে যে ভাবে দিবারাত্রি সহযোগিতা করছে ‘সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট’ তা প্রশংসানীয়। ট্রাস্টের পক্ষ থেকে দুই রক্তদাতা তারিকুল হাসান ও পিটু কে অজস্র ধন্যবাদ জানানো হয়েছে।