|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : চলছে পবিত্র মাহে রমজান মাস, আর এই পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বর্গীয় সাগরদিঘির বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী শ্রী সুব্রত সাহা মহাশয়ের স্মরণে ইফতার মাহফিল এর আয়োজন করল স্বর্গীয় মন্ত্র শ্রী সুব্রত সাহার পুত্র সপ্তর্ষি সাহা। মূলত স্বর্গীয় মন্ত্র শ্রী সুব্রত সাহা সাগরদিঘীর বুকে প্রতি বছর ইফতার মাহফিল এর আয়োজন করে এসেছেন। তার বাবার স্মৃতিকে সাগরদিঘীর বুকে টিকিয়ে রাখতে এই বিশাল ইফতার মাহফিল এর আয়োজন করলো তার পুত্র শ্রী সপ্তর্ষি সাহা। এদিন সাগরদিঘী গার্লস উচ্চ বিদ্যালয়ের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বর্গীয় শ্রী সুব্রত সাহার পুত্র সপ্তর্ষি সাহা, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, হালিমা খাতুন, দোজা মিয়া, বদরদ্দজ্জা, প্ৰমুখ। এদিনের ইফতার মাহফিলে পুরুষ এবং মহিলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের ইফতার মাহফিলে প্রচুর সংখ্যক মানুষের সমাগম ঘটলেও স্বর্গীও মন্ত্রী শ্রী সুব্রত সাহার ঘনিষ্ট সহ একাধিক পঞ্চায়েত সমিতির আধিকাংশ মেম্বার ও জেলা পরিষদের দুজন সদস্যদের এই ইফতার মাহফিলে দেখা যায়নি।