|
---|
বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার: হস্তশিল্পীদের এবং স্বনির্ভর গোষ্ঠীগুলোর আয় বাড়াতে সরিষা হাই স্কুল মাঠে ভিন্নস্বাদের আয়োজনে অনুষ্ঠিত আঠারোদিন ব্যাপী কৃষি ও স্বনির্ভর মেলার সমাপ্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই কৃষি ও স্বনির্ভর মেলা সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার,এছাড়াও উপস্থিত ছিলেন উস্থি থানার ওসি আসাদুল শেখ,ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি লায়লা বিবি, সংখ্যালঘু সেলের সভাপতি রফিক মোল্লা,কামার পোল পঞ্চায়েত প্রধান মইদুল ইসলাম, নীতিস মদক সহ অন্যান্য সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। সূত্রে জানা যায় ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সরিষা ভিন্নস্বাদ এর আয়োজনে ২০ তম বর্ষ এই কৃষি ও স্বনির্ভর মেলার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী অর্কেস্ট্রা সহযোগে সঙ্গীত প্রতিযোগিতা, হস্তশিল্পের ও কৃষিজ পণ্য , প্রদর্শনী প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, অঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের প্রত্যেকের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। এই কৃষি ও স্বনির্ভর মেলা কমিটির সাধারণ সম্পাদক সামিম আহমেদ তিনি এই মেলাতে সমাপ্তিতে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনে পুরস্কার বিতরন অনুষ্ঠানে। এবং এই মেলার দিনগুলিতে উপস্থিত থেকে আপনারা যেমন সহযোগিতা করেছেন সেইরূপ ভাবে এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিতি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।