|
---|
রহমতুল্লাহ মুর্শিদাবাদ : ৩০শে অক্টোবর ২০২০ শুক্রবার মুর্শিদাবাদের সাগরদিঘীতে ২৯ শে অক্টোবর ২০১৯ সন্ধ্যা ৭ টার সময় কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত সাগরদিঘী ব্লকের মোরগ্রাম বহালনগরের ৫ জন ব্যক্তির ১বছর পূর্তি উপলক্ষে তাদের নিয়ে স্মরণ সভা হয়ে গেল উক্ত সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান মহাশয় তিনি দুজনকে ৩০০০টাকা করে মাসিক নিজস্ব তহবিল থেকে ভাতা প্রদান এর ব্যবস্থা করেছেন এবং বাকি পরিবার থেকে তিন জনের সেচ দপ্তরে চাকরি হয়েছে এবং হাতে গুলি লাগা ব্যাক্তিকেও সাহায্যের প্রতিশ্রুতি দিলেন এবং ৬টি পরিবারের হাতে কিছুদিনের খাদ্যসামগ্রী তুলে দিলেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বেরাজুল ইসলাম, এহেতাসামুদ্দিন (বুজু) মুরশিদ সারওয়ার জাহান (বাবু) সাহিন হোসেন প্রমুখ।