|
---|
সেখ সামসুদ্দিন, ১২ মার্চঃ স্বামী বিবেকানন্দের বাণী, “জীবেপ্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর”। এই কথাকে পাথেয় করে বিশিষ্ট সমাজসেবী শেখ মজনুর উদ্যোগে বিজুর নাট্য সংস্থার ব্যবস্থাপনায় বিনা ব্যয়ে স্বাস্থ্যপরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় নাট্য সংস্থার সভাকক্ষে। মেমারি ২ ব্লকের অন্তর্গত বিজুর গ্রামে বিজুর নাট্য সংস্থার ব্যবস্থাপনায় প্রায় ৭০০ জন ব্যক্তি বিনা ব্যয় চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে জানান উদ্যোক্তাগণ। মেডিসিন, গাইনো, শিশু বিশেষজ্ঞ, ডাইবেটিস , ইসিজি, দন্ত, চক্ষু সহ বিভিন্ন চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসা পরিষেবা প্রাপক ব্যক্তিদের আনন্দ দেওয়ার জন্য বা মনোরঞ্জনের জন্য লোকসংগীতের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বিজুর নাট্য সংস্থার সভাপতি বাসুদেব ঘোষ, সমাজসেবী শেখ মজনু, চিকিৎসক আমজেদ মন্ডল, চিকিৎসক সাইফুল গনি, চিকিৎসক বিপুল বিশ্বাস, চিকিৎসক নস্কর মন্ডল সহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।